শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

জলঙ্গীতে প্রকাশিত হল "কথাআঁকা" সাহিত্য পত্রিকা-এর ভাষা দিবস সংখ্যা

আবারও জলঙ্গীর ধানিরামপুরের যুবরা নজির গড়ল "কথাআঁকা" সাহিত্য পত্রিকার ভাষাদিবস সংখ্যা প্রকাশ করে।

ইত্যাদি নিউজ:উন্মোচিত হলো কথাআঁকা ভাষাদিবস সংখ্যা।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে কেন্দ্র করে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই নিবেদন।সর্বমোট ৫০পাতার এই পত্রিকায় রয়েছে বেশ কিছু কবিতা,অনুকবিতা এবং গল্প-প্রবন্ধ।

২৩শে ফেব্রুয়ারি ২০১৯ বেলা ১ঘটিকায় জ্বালাঙ্গীর ধানিরামপুরে পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয় এবং গান-গল্প-আবৃত্তি-আলোচনা-সাহিত্যআড্ডা'র মাধ্যমে শেষ হয় এই দিনের অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অনেকেই।ছিলেন  সুরাত আলী(Surat Ali),বিষ্ণু সরকারBishnu Sarkar Bishnu's),শশাঙ্ক কুমার সরকার,বিদেশ অধিকারী(Bidesh Adhikary),শুভ্রনীল চৌধুরী,শান্তনু চক্রবর্তী,সন্দীপ কুন্ডু মহাশয় এর মত ব্যক্তিবর্গ।এছাড়াও আমন্ত্রিত দের মধ্যে ছিলেন দিব্যেন্দু হালদার(সম্পাদক,শব্দলেখা),সামিরুল মন্ডল(সম্পাদক, আরশি),সাঈদ আফ্রিদি,নয়ন শর্মা ,সাহিন আক্তার সহ অনেকেই।পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন সৌরভ সরকার।
কথাআঁকা'র এই নিবেদনের সম্পাদক-পারভেজ আহমেদ,কার্যকরী সম্পাদক-সাব্বির আহম্মেদ(অপু সরকার),সভাপতি-মাফিকুল ইসলাম(Mafikul Islam),যুগ্ম সভাপতি-অনিকেত সরকার(Aniket Sarkar)।এই সংখ্যা'র প্রচ্ছদ অঙ্কন করেছেন মাননীয় গোলাম কিবরিয়া মহাশয়(Golam Kibria)।এই সংখ্যার উপদেষ্টা হিসেবে রয়েছেন-১.কৌস্তভ কান্তি দাস(সমষ্টি উন্নয়ন আধিকারিক,জলঙ্গি ব্লক),২.বিপ্লব কর্মকার(ভারপ্রাপ্ত আধিকারিক,জলঙ্গি থানা),৩.আব্দুর রাজ্জাক(বিধায়ক,জলঙ্গি),৪.ডঃ ওমর আলী(প্রধান শিক্ষক,কুমারপুর নেসারুদ্দিন হাই মাদ্রাসা),৫.দেবাশীষ মন্ডল(শিক্ষক,নবিপুর সরলাবালা উচ্চ বিদ্যালয়),৬.ডাঃ ইমাম গাজ্জালী(জেনারেল ফিজিশিয়ন,এম.বি.বি.এস,এম.ডি)৭.শশাঙ্ক কুমার সরকার(কবি-সাহিত্যিক-সমাজসেবী),৮.কৃষনা মন্ডল(শিল্পী-সাহিত্যিক)
এছাড়াও যাদের সাহায্য পরিশ্রমে এই সংখ্যা গড়ে উঠেছে-সাহিন আলম,সাহিন আক্তার,সৌরভ সরকার,দুলাল সুর সহ অনেকেই।

এই দিন অনুষ্ঠানে জলঙ্গীর B.D.O কৌস্তভ কান্তি দাস মহাশয় বিশেষ কারণে যোগ দিতে না পারলেও,তিনি ফোনে "কথাআঁকা"-কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন

সবশেষে কৃতজ্ঞতা লেখক ও পাঠক সমাজের প্রতি।এই সংখ্যাটি ভারতের যেকোনো প্রান্ত থেকে সংগ্রহ করা যেতে পারে।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 


২টি মন্তব্য:

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...