কলকাতা: ব্রিগেড শেষের পরই কেন নাটকের অভিযান? সিবিআইয়ের ভূমিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র৷ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও সরব হন তিনি৷ বলেন, ‘‘আপনি কেন হঠাৎ সিবিআই ধরতে গেলেন৷ আপনাদের নেতা-মন্ত্রীদের যখন ধরেছিল, তখন কেন যাননি৷’’ এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে মুখ খোলেন সূর্যকান্ত৷ বলেন, ‘‘চার বছর ধরে আপনা সময় পেলেন না, ঠিক ব্রিগেডের দিন কেন এই নাটক? এতদিন কী করছিলেন? আমরা কি কিছুই বুঝি না৷ আমরা সব দেখেছি৷’’ মুখ্যমন্ত্রীকে কঠগড়ায় তুলে তাঁর মন্তব্য, ‘‘আপনিই তো চেয়েছিলেন, তদন্ত হোক৷ কিন্তু, কাল এমন কী হল, আপনাকে ছুটে যেতে হল৷’’ এদিন ব্যঙ্গ করে পেনড্রাইভ ও সারদার লাল ডাইরির প্রসঙ্গ তুলে সিবিআই ও রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেন৷ ব্রিগেড থেকে অক্সিজেন পেয়ে সিবিআই-কলকাতা পুলিশ ইস্যুতে সোমবার পথে নামে সিপিএম নেতৃত্ব৷ দলের কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বিকেল পাঁচটায় মৌলালি পার্ক থেকে মিছিলের ডাক দেওয়া হয়৷ চিটফান্ড কেলেঙ্কারিতে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে রাস্তায় নামেন বামফ্রন্ট চেয়ারম্যান সহ সিপিএমের শীর্ষ বঙ্গ নেতৃত্ব৷ এদিন মিছিল শুরুর আগে সংবাদমাধ্যমে বিমান বসু বলেন, ‘‘তৃণমূলের ধর্নায় পুলিশ কর্তারা থাকবেন কেন? তাঁরা কী ওখানে যেতে পারেন৷ এটা কী হচ্ছে? আমরা কী বুঝি না!’’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
মুর্শিদাবাদ:গতবারের চেয়ে এবারের Question প্রচন্ড জটিল করায় ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মাথায় হাত।তাদের মতে এখন পর্যন্ত কল্যাণী ইউনিভার্...
-
পরীক্ষা করার নামে সিভিক ভলান্টিয়ারদের একাংশ চালকদের থেকে টাকা আদায় করেন, এই অভিযোগ নতুন নয়। এমন অভিযোগ ওঠে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন