২০১৪-র লোকসভা, ২০১৫-র দিল্লি বিধানসভা ভোটে হয়েছিল ইভিএম হ্যাকিং, দাবি মার্কিন হ্যাকারের

ইত্যাদি নিউজ:কপিল সিব্বলের উপস্থিতিতে লন্ডনে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মার্কিন হ্যাকার। দাবি, ‘ইভিএম হ্যাকিং হয়েছিল ২০১৪-র লোকসভা এবং ২০১৫ সালে দিল্লি বিধানসভা ভোটে।’ ট্রান্সমিটারের মাধ্যমে ইভিএম হ্যাকিং করার দাবি এই হ্যাকারের। তিনি আরও দাবি করেছেন, ‘যোগাযোগ করা হয়েছিল গোপীনাথ মুন্ডের সঙ্গে’।

মন্তব্যসমূহ