শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

শহরে প্রথম সরকারি হাসপাতালে সফল হৎপিণ্ড প্রতিস্থাপন

ইত্যাদি নিউজ :

          দুর্গাপুজো ও দীপাবলির পর জগদ্ধাত্রীর আরাধনার দিনে ফের অঙ্গ প্রতিস্থাপন। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সফল হৃৎপিণ্ড প্রতিস্থাপন৷ দক্ষিণ ২৪ পরগনার পূজালির বাসিন্দা সৈকত লাট্টু  নামে এক যুবকের হৃদযন্ত্র পেলেন রানিগঞ্জের রাখাল দাস।শনিবার এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিন করিডর তৈরি করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্রেন ডেথ হওয়া এক রোগীর হৃৎপিণ্ড আনা হয়। এই প্রথম রাজ্যের কোনও সরকারি হাসপাতালে হৎপিণ্ড প্রতিস্থাপিত হল।

দীর্ঘদিন ধরেই এসএসকেএমে ভরতি ছিলেন সৈকত। তাঁর ব্রেন টিউমার হয়েছিল। শুক্রবার রাতে  সৈকতের ব্রেন ডেথ হয়। অঙ্গ প্রতিস্থাপনের জন্য চিকিৎসকরা তাঁর পরিবারের লোকেদের খবর দেন। রাতেই লাট্টুর পরিবারের লোকেরা আসেন। হৎপিণ্ড প্রতিস্থাপনের সম্মতি দেন তাঁরা। স্বাস্থ্য ভবন থেকে পাঁচজনের একটি দল রাতেই পিজি হাসপাতালে পৌঁছায়। সৈকতের পরিবারের কাছ থেকে লিখিত সম্মতি নেয় স্বাস্থ্য ভবনের ওই দলটি। তারপরই কলকাতা পুলিশ গ্রিন করিডর করে সৈকতের হৎপিণ্ডটি পিজি থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, রাতে তিনজন গ্রহীতাকে তৈরি রাখা হয়েছিল। সবাই এ রাজ্যের বাসিন্দা। দীর্ঘদিন তাঁরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি রয়েছেন। এই তিনজনের মধ্যে রানিগঞ্জের বাসিন্দা রাখাল দাসের সঙ্গে সৈকতের হৃৎপিণ্ডের মিল পাওয়া যায়। তাঁর শরীরেই হৃৎপিণ্ডটি প্রতিস্থাপিত হয়।

কলকাতা মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানান, হৃৎপিণ্ড হাসপাতালে এসে পৌঁছানোর পরই তা প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয়। একটি চিকিৎসক দল গড়া হয়। প্রায় চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। সফল হৃদযন্ত্র প্রতিস্থাপন৷ প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র এইমস হাসপাতালে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছে। এই প্রথম কলকাতার কোনও সরকারি মেডিক্যাল কলেজে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...