শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

লালগোলা-শিয়ালদহ ডাউন চলন্ত ট্রেনে আগুন, আতংকে যাত্রীরা

লালগোলা-শিয়ালদহ ডাউন চলন্ত ট্রেনে আগুন, আতংকে যাত্রীরা

 ইত্যাদি নিউজ:

লালগোলা-শিয়ালদহ ডাউন ট্রেনে লাগলো আগুন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া স্টেশনর কাছে। আগুনের আতংকিত হয়ে পড়ে যাত্রীরা।

জানা গিয়েছে, ট্রেনের মহিলা কামরায় ও ভেন্ডার কামরায় প্রথম আগুন দেখতে পান যাত্রীরা। সকাল ১১ঃ৫৫ নাগাদ এই ঘটনায় যাত্রীরা চেন টেনে গাড়ি থামান নদিয়ার ধুবুলিয়া স্টেশন ঢোকার আগে শান্তিনগর এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেক যাত্রী আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। তবে কেউ আহত হয়েছেন কিনা জানা যায়নি।

এই ঘটনার জেরব প্রায় এক ঘন্টা লালগোলা-শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

সূত্রের খবর, দুপুর ১ঃ০৫ নাগাদ ট্রেনটি ধুবুলিয়া থেকে ফের শিয়ালদহের উদ্দ্যেশ্যে রওনা দেয়।
 
প্রথমে স্থানীয় শান্তিনগর গ্রামের বাসিন্দা ও যাত্রীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় ধুবুলিয়া থানার পুলিশ।

তবে কিভাবে আগুন লাগলো, সে বিষয়ে কিছুই জানাননি রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় আবারও রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ওই ট্রেনের এক যাত্রী ছাত্র উৎপল মন্ডল বলেন, “আমি রানাঘাট যাচ্ছিলাম। আমি মহিলা কামরার পরের কামরায় ছিলাম। মহিলাদের আর্তচিৎকার শুনে আমরাও আতংকিত হয়ে পড়ি। দেখছি, সাধারণ মানুষের নিরাপত্তার কোনো খেয়ালই রাখেনা রেল কর্তৃপক্ষ।”

মহিলা কামরার এক যাত্রী শোভারানী পাল কলকাতায় যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। তিনি বলেন, “এমনি রোগে মরে যাচ্ছি। তার উপর ট্রেনে আগুন আতংক। ট্রেনেও যাতায়াত করেও দেখছি শান্তি নেই। প্রথমে আমি ধোয়া দেখতে পাই। তারপর আগুন দেখে আরও আতংকিত হয়ে পড়ি।”
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...