বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

এবার ৭৫ টাকার কয়েন! ভোটের মুখে বড় চমক মোদী সরকারের

এবার ৭৫ টাকার কয়েন! ভোটের মুখে বড় চমক মোদী সরকারের

ইত্যাদি নিউজ, 14 Nov:

বিদেশগামী ট্রেনের চমকের রেশ ফুরোতে না ফুরোতেই আবার নতুন চমক। নেতাজির ছবি খোদাই করা ৭৫ টাকার কয়েন আনতে চলেছে মোদি সরকার।অর্থ মন্ত্রকের পক্ষ থেকে নির্দে...

বিদেশগামী ট্রেনের চমকের রেশ ফুরোতে না ফুরোতেই আবার নতুন চমক। নেতাজির ছবি খোদাই করা ৭৫ টাকার কয়েন আনতে চলেছে মোদি সরকার।


অর্থ মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আন্দামান নিকোবরের রাজধানী পোর্টব্লেয়ারে নেতাজির পতাকা উত্তোলনের ৭৫ বছর উপলক্ষে এই ‘কমেমোরেটিভ কয়েন’ বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার৷

৭৫ টাকার কয়েনেটির ওজন হবে ৩৫ গ্রাম। এতে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা ও ৫ শতাংশ করে নিকেল ও জিঙ্ক থাকবে। কয়েনের পিছনে থাকবে নেতাজির জাতীয় পতাকা উত্তোলনের ছবি।


কয়েনে হিন্দি ও দেবনাগরীতে ‘প্রথম পতাকা উত্তোলন দিবস’ কথাটি লেখা থাকবে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রথা ভেঙে লালকেল্লা থেকে বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার নতুন শ্রদ্ধাজ্ঞাপন নেতাজিকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...