বিরাট জয় ভারতের, ম্যাজিক দেখালেন কোহলি-কার্তিক
ইত্যাদি নিউজ :
নির্ধারিত ২০ ওভারে একডজন উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া।
প্রথম দু’ম্যাচে রান পাননি। তবে অস্ট্রেলিয়ায় বিরাট কোহলি স্বমহিমায় ফিরলেন শেষ টি টোয়েন্টিতে। বিরাটের ৪১ বলে ৬১ রানের কার্যকরী ইনিংসে ভর করেই ভারত অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে প্রথমবার জয়ের খাতা খুলল। অস্ট্রেলিয়ার ১৬৪ রানের টার্গেট ২ বল হাতে নিয়েই পৌঁছে যায় ভারত।
কোহলির পাশে নায়ক ক্রুণাল পাণ্ড্য। বল হাতে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে বেশি রান তুলতে দেননি স্কোরবোর্ডে। অন্যদিকে, ব্যাটে কোহলিকে যোগ্য সহায়তা করলেন শিখর ধবন (১৬ বলে ২৩), রোহিত শর্মা (২২ বলে ৪১)। কোহলির দুর্দান্ত ইনিংসের গোড়াপত্তন ভাল ভাবে করেন দু’ ওপেনার। ওপেনিংয়েই ভারত ৬৭ রান তুলে দেয়।
তবে মাঝে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। অল্প সময়ের ব্যবধানে ফিরে যান লোকেশ রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। তবে দীনেশ কার্তিক (১৮ বলে ২২) ও বিরাট কোহলির ৬০ রানের পার্টনারশিপ ভারতকে জিতিয়ে দেয়।
তার আগে নির্ধারিত ২০ ওভারে একডজন উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চ (২৮) ও ডার্সি শর্টের ওপেনিং জুটি ৬৭ রান তুলে ফেলেছিল। প্রথম উইকেটে ভাঙন ধরান কুলদীপ যাদব। তারপরে ক্রুণাল পাণ্ড্য পরপর দু’বলে ম্যাকডারমট (০) ও শর্টকে (৩৩) ফিরিয়ে দেওয়ায় ৭৩/৩ হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপরে ম্যাক্সওয়েলকেও (১৩) ফেরান ক্রুণাল। শেষদিকে, উইকেটকিপার অ্যালেক্স ক্যারে (২৭), ক্রিস লিন (১৩), মার্কাস স্টোয়িনিস (২৫), কুইল্টার নাইলদের (১৩) সম্মিলীত প্রচেষ্টা অস্ট্রেলিয়াকে ১৬৪ পর্যন্ত টেনে নিয়ে যায়।https://www.facebook.com/ItyadiNewsMsd/
তবে মাঝে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। অল্প সময়ের ব্যবধানে ফিরে যান লোকেশ রোহিত শর্মা, লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ। তবে দীনেশ কার্তিক (১৮ বলে ২২) ও বিরাট কোহলির ৬০ রানের পার্টনারশিপ ভারতকে জিতিয়ে দেয়।
তার আগে নির্ধারিত ২০ ওভারে একডজন উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চ (২৮) ও ডার্সি শর্টের ওপেনিং জুটি ৬৭ রান তুলে ফেলেছিল। প্রথম উইকেটে ভাঙন ধরান কুলদীপ যাদব। তারপরে ক্রুণাল পাণ্ড্য পরপর দু’বলে ম্যাকডারমট (০) ও শর্টকে (৩৩) ফিরিয়ে দেওয়ায় ৭৩/৩ হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপরে ম্যাক্সওয়েলকেও (১৩) ফেরান ক্রুণাল। শেষদিকে, উইকেটকিপার অ্যালেক্স ক্যারে (২৭), ক্রিস লিন (১৩), মার্কাস স্টোয়িনিস (২৫), কুইল্টার নাইলদের (১৩) সম্মিলীত প্রচেষ্টা অস্ট্রেলিয়াকে ১৬৪ পর্যন্ত টেনে নিয়ে যায়।https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন