#ব্রেকিংনিউজ: গোটা দেশ জুড়ে নামল শোকের ছায়া, মারা গেলেন ভারতবর্ষের এই খ্যাতনামা খেলোয়াড়,
ইত্যাদি নিউজ :
মহান কোনো খেলোয়াড় মারা গেলে শোক প্রকাশ কোনো নতুন কথা নয়। কিন্তু এবার যেন একেবারেই নক্ষত্র পতন, শোকের ছায়া সারা ভারতবর্ষ জুড়ে। শুধুমাত্র বিভিন্ন ময়দানের খেলোয়াড়রাই নয় শোকে সামিল হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রকার মানুষ। কারণ ইতিমধ্যেই ইহলোক ছেড়ে পরোলোকে পারি দিয়েছেন অলিম্পিকে ভারতের হয়ে সাঁতারে প্রথম স্বর্ণপদক জয়ী শ্যামসের খান। আর তারই এরকম হঠাৎ মৃত্যুকে ঘিড়ে শোকের ছায়া সারা ভারতবর্ষে ।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। অবশেষে গতকাল ইহলোকের মায়া ছেড়ে শেস নিশ্বাস ত্যাগ করেছেন। ৮৭ বয়সী এই বর্ষীয়ান সাঁতারুর পরিবারে বলতে বর্তমানে তিনটি ছেলে এবং একটি মেয়েও রয়েছে। শোকে স্তব্ধ তার পরিবার পরিজনও।
এই সাঁতারুর জীবন মানেই ছিল পরিশ্রমের পিঠস্থান। তার সময়কালীন অলিম্পিকে স্বর্ণপদক জেতা ছিলো যেমন বিস্ময়ের ঠিক ততটাই কঠিন। কিন্তু অত্যন্ত দরিদ্রতার মধ্যে থেকেও পরিশ্রমের সিঁড়ি বেয়েই একের পর এক খেতাব জিতেছেন হাসিমুখে।
তারই এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে, অলিম্পিকে খেলতে যাওয়ার জন্য শুধুমাত্র টিকিটের খরচটাই দিয়েছিলো। আর বাকি হাতখরচ জোগানোর জন্য তিনি ৩০০ টাকা লোন নেন। যা পরিশোধ করতে তার সময় লেগেছিলো প্রায় তিন মাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন