বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

সপ্তাহান্তে জমিয়ে পড়বে শীত, জানাচ্ছে আলিপুর

সপ্তাহান্তে জমিয়ে পড়বে শীত, জানাচ্ছে আলিপুর

ইত্যাদি নিউজ :

শীতের আমেজে মেতেছে শহরবাসী ৷ রাত হতেই কম্বলমুরি দিচ্ছেন সকলে ৷ হিমেল হাওয়ায় খুশি ৮ থেকে ৮০ ৷

এহেন পরিস্থিতিতে আরও খুশির খবর শোনাল আবহাওয়া অফিস ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সপ্তাহের শেষে উষ্ণতার পারদ আরও বেশ কিছুটা কমবে ৷
আলিপুরের দাবি, শনিবার এবং রবিবার এই দু’দিনই উষ্ণতার পারদ থাকবে ১৮ ডিগ্রির নীচে ৷
চলতি বছরে বৃষ্টির জেরে রেকর্ড গড়েছে কলকাতা ৷ তারমধ্যে অক্টোবর নভেম্বরেই ৭৫ শতাংশ বৃষ্টি হয়েছে শহরে ৷ কিন্তু আকাশ পরিষ্কার হয়ে ঝলমলে রোদ উঠতেই পারদ কমছে আবহাওয়ার ৷

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.২ ডিগ্রি ৷ আজও সারাদিন আকাশ পরিষ্কার থাকবে ৷ যার জেরে রাত বাড়লে কমবে তাপমাত্রা ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...