ছাদ থেকে লাফালেন জিৎ, ভিডিও দেখে ভয়ে কেঁপে উঠলেন কোয়েল মল্লিক !
ইত্যাদি নিউজ:
টলিউডের হ্যান্ডসাম নায়ক তো আগেই ছিলেন জিৎ ৷ ছিলেন টলিউডের ডাকাবুকো নায়কও ৷ বহুদিন আগে থেকেই ছবিতে নিজের স্টান্ট নিজেই করেন জিৎ ৷ অনেক সময়ই এসব করতে গিয়ে আঘাতও হয়েছেন জিৎ৷ তবে এবার যেটি করলেন জিৎ ৷ তা একেবারে হলিউড মার্কা কাণ্ড ৷ প্রায় টম ক্রুশের কায়দায় উঁচুতলার বাড়ির দেওয়ার ধরে সরসরিয়ে নেমে এলেন জিৎ ! শ্যুটিং উপস্থিত লোকজন তো দেখে একেবারে থ !
তবে এই ভিডিও দেখে শুধু থ নয়, বরং ভয়ে কেঁপে উঠলেন কোয়েল মল্লিক ৷ নিজেকে আটকে রাখতে না পেরে, ট্যুইটেই জিৎকে জিজ্ঞেস করে ফেললেন, ‘ভয় ডর নেই নাকি ! আমি তো দেখেই কাঁপছি ৷ তবে অ্যালন তোমার স্টান্টের প্রশংসা করছিল ৷ ’
এই গোটা স্টান্টটি জিৎ অভিনীত নতুন ছবি ‘বাঘ-বন্দি-খেলা’র শ্যুটিংয়ের ৷ যেখানেই ছাদ থেকে লাফিয়ে স্টান্ট করতে দেখা গিয়েছে জিৎকে ৷ ট্যুইটারে জিৎ-ও শেয়ার করেছেন সেই ভিডিও ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন