বুধবার, ৬ মার্চ, ২০২৪

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'


 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে ধরা পড়লেন সেই যুবক। ধৃতের নাম নরেশ বিষ্ণোই। শুধু ওই যুবকই নন, তাঁর সঙ্গে আরও ১৫ জন ট্রেনি সাব-ইনস্পেক্টরকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি রাজস্থানের।

পুলিশ সূত্রে খবর, যাঁদের গ্রেফতার করা হয়েছে, অভিযোগ, তাঁরা নিজেরা পরীক্ষা দেননি। তাঁদের হয়ে কয়েক জন সেই পরীক্ষা দিয়েছিলেন। তদন্তের পর বিষয়টি প্রকাশ্যে আসায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছে, সাব-ইনস্পেক্টরের পরীক্ষা হয়েছিল ২০২১ সালে। সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে কয়েক জনকে চাকরি দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে একটি অভিযোগও দায়ের হয়। সেই মামলার তদন্ত করছিল পুলিশ।



তদন্তকারী ওই আধিকারিক জানিয়েছেন, অসৎ উপায়ে যাঁরা সাব-ইনস্পেক্টরের চাকরি পেয়েছিলেন, সেই সব ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু হয়। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে একটি দলকে পাঠায়। সেখানেই সাব-ইনস্পেক্টরের প্রশিক্ষণ নিচ্ছিলেন অভিযুক্তরা। সেখান থেকেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী ভাবে প্রশ্নপত্র ফাঁস হল, কোন চক্র এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, অভিযুক্তদের হয়ে কারা পুলিশের পরীক্ষা দিয়েছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

মুর্শিদাবাদে আট পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ, রাজ্যজুড়ে বড়সড় রদবদল করল নবান্ন

Murshidabad

 মুর্শিদাবাদ জেলায় বদলির নির্দেশ দেওয়া হল মোট আট পুলিশ আধিকারিককে। সোমবার মুর্শিদাবাদ জেলা-সহ রাজ্য এবং কলকাতা পুলিশের ৭৯ জন পুলিশ আধিকারিকের বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারআব্দুল কাইয়ুমকে বদলি করা হল রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) অমিতাভ কোনার বদলি হলেন হাওড়া পুলিশ জেলা ( গ্রামীণ) অতিরিক্ত পুলিশ সুপার পদে।


মুর্শিদাবাদ পুলিশ জেলার ভরতপুরে নতুন মহকুমা পুলিশ আধিকারিকের পদ তৈরি করা হয়েছে। হুগলি জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে শিক্ষানবিশ আইপিএস শুভম বাজাজকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও সাত আইপিএস এবং আমলার বদলির নির্দেশ এসেছে। মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খান বদলি হয়েছেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পদে। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কার এসডিপিও রাশপ্রীত সিংহকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। বেলডাঙার এসডিপিও সন্দীপ গড়াইয়ের পদোন্নতি হয়েছে। তিনি কোচবিহারের মাথাভাঙায় অতিরিক্ত পুলিশ সুপারের পদে বদলি হয়েছেন। কান্দির এসডিপিও মাজিদ ইকবাল খানেরও পদোন্নতি হয়েছে। তাঁকে অবশ্য মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে। ওই পদে ছিলেন আইপিএস সুবিমল পাল। কিছুদিন আগেই হাওড়া পুলিশ কমিশনারেটে বদলি করা হয় তাঁকে।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) পদে পাপিয়া সুলতানার বদলির পর ওই পদ ফাঁকাই ছিল। দেগঙ্গার এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়াকে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সৌম্যজিতের মতো ভগবানগোলার এসডিপিও সমীর আহমেদেরও পদোন্নতি হয়েছে। তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে জলপাইগুড়িতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে পুলিশ প্রশাসন অবশ্য এই রদবদলকে রুটিন বদলি বলেই জানাচ্ছে।

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

নিট পরীক্ষার সর্বভারতীয় ২৩৪ র‍্যাঙ্ক করে জরকাড়া ফল করল সুমাইতা


 সদ্য প্রকাশিত সর্বভারতীয় মেডিক্যাল নিট পরীক্ষায় নজরকাড়া ফল করলেন মালদার সুমাইতা লাইসার। সর্বভারতীয় মেধা তালিকায় ২৩৪ র‍্যাঙ্ক করেছেন তিনি। তাঁর ফলাফলে খুশি পরিবার, পরিজনেরা। ইংলিশবাজার শহরের বিবেকানন্দপল্লীতে তাঁদের বাড়ি। তাঁদের গ্রামের বাড়ি গাজোলের কান্দার গ্রামে।  ২০১৯ সালে সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষায় গোটা দেশে সম্ভাব্য তৃতীয় এবং রাজ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেন তিনি। এবার নিট পপরীক্ষাতেও নজরকাড়া ফল করলেন সুমাইতা। নিট পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে  ৬৯৬ নম্বর পেয়েছেন তিন।


বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক। মা কোহিনুর খাতুন গৃহবধূ। বাবা তৌহিদুর ইসলাম মেয়ের পড়াশোনার জন্য পরিবার-‌সহ শহরে চলে আসেন ২০০৮ সালে। সুমাইতা ২০১৯ সালে ঊষা মার্টিন থেকে মাধ্যমিকে গোটা দেশে তৃতীয় স্থান দখল করেন। এরপর আলিগড় মুসলিম ইন্সিটিউটের সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ৯৮ শতাংশ নিয়ে পাশ করেন।

সুমাইতা বিভিন্ন রেফারেন্স বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার ওপর জোর দিয়ে থাকেন তিনি। পড়াশোনার পাশাপাশি তিনি বাংলা ও ইংরেজিতে বিভিন্ন বিষয়ের ওপরে কবিতা লিখতে ভালবাসেন।  দিল্লির কোনও কলেজ থেকে মেডিক্যাল পড়াশোনা করতে চান সুমাইতা। তিনি জানান, ‘‌ছোট থেকেই ইচ্ছে ছিল মেডিক্যাল নিয়ে পড়াশোনা করার। সেই স্বপ্ন সফল করার দিকে এগিয়ে চলেছি। আপাতত দিল্লির কোনও কলেজ থেকে মেডিক্যাল পড়ার ইচ্ছে রয়েছে।’‌


NEET 2021 পরীক্ষা 12 সেপ্টেম্বর 2021 এ অনুষ্ঠিত হয়েছিল।  NEET এর উত্তর কী 15 অক্টোবর প্রকাশিত হয়েছে।  NEET পরীক্ষায় অংশগ্রহণকারী লক্ষাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশের অপেক্ষায় ছিলেন।  এর আগে করোনার কারণে কয়েকবার পরীক্ষা স্থগিত করতে হয়েছিল।  NEET 2021-এ প্রায় 16 লক্ষ প্রার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।


NEET 2021-এর জন্য, সারা দেশে 3800টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছিল।  এই পরীক্ষায় 95 শতাংশের বেশি শিক্ষার্থী অংশ নেয়।


NEET বা জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশ পরীক্ষা হল দেশের একমাত্র প্রবেশিকা পরীক্ষা যার মাধ্যমে স্নাতক মেডিকেল এবং ডেন্টাল কোর্সে ভর্তি করা হয়।

বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে গ্রেপ্তার ৮, ৩০-৩৫ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি, বড় পর্দাফাঁস

12 সেপ্টেম্বর অনুষ্ঠিত NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস (NEET 2021 Paper Leak) এর একটি ঘটনা জয়পুরে প্রকাশিত হয়েছে।  হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেপার ফাঁসের ঘটনায় পুলিশ আটজন অভিযুক্তকে গ্রেফতার করেছে।  পেপার ফাঁসের মাস্টার মাইন্ড একজন কোচিং সেন্টারের অপারেটর।  পরীক্ষার্থীদের সঙ্গে 35-35 লাখ টাকার চুক্তি করা হয়।  দুদিন আগে, পুলিশ জয়পুর এবং আজমির থেকে NEET পরীক্ষায় আসল প্রার্থীদের পরিবর্তে জাল প্রার্থীদের দলকেও গ্রেফতার করেছিল।  12 সেপ্টেম্বর জয়পুরে NEET পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে, পুলিশ তথ্য পেয়েছিল যে জয়পুরের রাজস্থান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (RIET) NEET পরীক্ষা কেন্দ্র থেকে পেপার ফাঁস করার ষড়যন্ত্র চলছে।  পুলিশ তাড়াহুড়ো করে এই কেন্দ্রের ভিতরে এবং বাইরে একটি ফাঁদ তৈরি করে।

এই কেন্দ্রের ৫ নম্বর কক্ষের তত্ত্বাবধায়ক রাম সিং NEET (NEET 2021) প্রশ্নপত্র খোলার সাথে সাথেই তার ছবি তোলেন এবং তার বন্ধু পঙ্কজ যাদবকে হোয়াটসঅ্যাপ করেন। পঙ্কজ ওই প্রশ্নপত্র সিকারে সন্দীপ নামে একজনের কাছে পাঠিয়েছিলেন।  তিনি প্রশ্নপত্র লিখে ফেরত পাঠালেন।  রাম সিংহ প্রশ্নপত্র সমাধান করে পরীক্ষার্থী ধনেশ্বরী যাদবকে পরীক্ষার হলে দিলেন।  ধনেশ্বরী শুধুমাত্র এই থেকে উত্তর লিখেছেন।  কাগজপত্র ফাঁস ও টাকা আদায়ের অভিযোগে ধনেশ্বরীসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পরীক্ষার্থী ধনেশ্বরী যাদবের চাচা অনিল যাদব আলওয়ার বাঁশুরে রাইফেল ডিফেন্স একাডেমি পরিচালনাকারী নবরতন স্বামী, প্রতিবেশীর ই-ফ্রেন্ড অপারেটর অনিল যাদব এবং পরীক্ষা কেন্দ্রের প্রধান রাম সিংয়ের সঙ্গে ৩৫ লাখ টাকায় চুক্তি করেছিলেন।


 

বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিজেপি বিরোধী মুখ মমতা, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে না সোনিয়ার নির্দেশে

 কলকাতা ও বহরমপুর: প্রদেশ নেতৃত্বের সিংহভাগের মত ছিল ভবানীপুরের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের প্রার্থী দেওয়া হোক। কিন্তু জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধিতায় অন্যতম মুখ তৃণমূল সুপ্রিমোকে এখন কোনওভাবে চটাতে রাজি হলেন না সোনিয়া গান্ধী। তাঁর অনুমোদনক্রমে দলের হাইকমান্ড ভবানীপুরে প্রার্থী না দেওয়ার নির্দেশ দিল অধীর চৌধুরী সহ প্রদেশ নেতৃত্বকে। মঙ্গলবার সন্ধ্যার পর প্রথমে টেলিফোনে এবং পরে ই-মেল করে শীর্ষ নেতৃত্বের এই নিদান জানিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। অধীর পরে বহরমপুরে সাংবাদিকদের তা জানিয়ে দেন। তবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ নিয়ে বেণুগোপাল কোনও নির্দেশ জানাননি অধীরদের।

হাইকমান্ডের নির্দেশ মেনে অধীর এদিন জানিয়ে দেন, ভবানীপুরে আমরা মমতার বিরুদ্ধে প্রচারও করব না। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই এমন পদক্ষেপ করা হচ্ছে। ওই কেন্দ্র নিয়ে আমাদের দলের মধ্যে দু’রকম মত তৈরি হয়েছিল। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার হাইকমান্ডের উপর ছেড়েছিলাম রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জানিয়ে। তারপরই সেখান থেকে প্রার্থী না দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। বিজেপিকে সুবিধা করে না দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। এই উপলব্ধি কেন বিধানসভা ভোটের সময় হয়নি তা নিয়ে অধীর কোনও মন্তব্য করতে চাননি। তবে পরে তিনি বলেন, ভবানীপুরে বামফ্রন্ট প্রার্থী দিলে দলের ভোটাররা কী করবেন তা সেখানকার কর্মীরাই ঠিক করবে। 

এদিকে, কংগ্রেস প্রার্থী না দিলেও সংযুক্ত মোর্চার অন্যতম শরিক বামফ্রন্ট ভবানীপুরে সে পথে হাঁটতে চায় না। এদিন বিকেলে ফ্রন্টের বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্টের তরফে সিপিএমের তরফেই প্রার্থী দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে মেজ শরিক ফরওয়ার্ড ব্লক এই আসনে লড়তে আগ্রহী। কলকাতা জেলা বামফ্রন্টের বৈঠকে সে কথা তারা জানিয়েওছে। সিপিএম অবশ্য দু-তিনজন স্থানীয় পার্টি কর্মীর কথা ভেবে রেখেছে। আজ-কালের মধ্যে তা চূড়ান্ত হবে। দলের নেতা সুজন চক্রবর্তীও ভবানীপুরে বাম প্রার্থী দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত বলে জানান। এদিন ফ্রন্টের বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট বজায় রেখেই এই তিন কেন্দ্রের নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত করে ফ্রন্ট নেতৃত্ব। তবে তা নিয়ে বৈঠকে তিক্ততা তৈরি হয় ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অবস্থান ঘিরে। কংগ্রেসকে সঙ্গে নিয়ে বা সংযুক্ত মোর্চার ব্যানারে ভোটে লড়লে তারা তাতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দেয় এদিন। এনিয়ে বৈঠক গরম হলে দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ও অপর নেতা হাফিজ আলম সাইরানি মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান। 

 এদিকে, আজ বুধবার থেকেই ভোটের প্রচারে নেমে পড়ছেন মমতা। চেতলার অহীন্দ্র মঞ্চে কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে তিনি প্রথম কর্মিসভা করবেন আজ। দলের নেতৃত্ব এবারের ভোটে মমতার রেকর্ড মার্জিনে জয় নিয়ে আগাম নিশ্চিত রয়েছে। এই অবস্থায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, বিজেপিকে ঠেকানোর ইস্যুতে কংগ্রেস ও বামেদের এই ভোটে প্রার্থী দেওয়া উচিত নয়। গত ভোটের প্রেক্ষিতে তাদের সেই শিক্ষা নেওয়া দরকার। এদিন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মমতার সমর্থনে দেওয়াল লেখেন।

পুজো কমিটিগুলিকে এবারও ৫০ হাজার, ছাড় বিদ্যুৎ বিলে

 

: বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজোর সঙ্গে রাজ্য সরকারের সম্পৃক্ত হওয়ার ধারাবাহিকতা এবারও বজায় রইল। মহাপুজোর আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নিতে রাজ্যের ৩৬ হাজার পুজো উদ্যোক্তার পাশে দাঁড়াল সরকার। এই তালিকায় রয়েছে মহিলা পরিচালিত ১ হাজার ৫০০ পুজোও। গতবারের মতো এবারও পুজো উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করেছে রাজ্য সরকার। সঙ্গে মিলবে বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড়। এমনকী দমকল, পুরসভা বা পঞ্চায়েত থেকে পুজোর অনুমতি নিতে আবশ্যিক যে ‘ফি’ ধার্য হয়, তা মকুব এবারও। সব মিলিয়ে গতবার কোভিড পর্বে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে গোটা দেশের সামনে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তা এবারও বহাল থাকল। 

মুর্শিদাবাদের দুই আসনের সাধারণ নির্বাচনের সঙ্গে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। ভবানীপুরের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই। দিন ঘোষণার সঙ্গেই চালু হয়েছে নির্বাচনী বিধি। প্রতিশ্রুতি বিলিবণ্টন করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে কমিশন। সেই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে মেনেছেন মমতা। পুজো নিয়ে সরকারের ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় ঘোষণা এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সভাস্থলে তখন ছিলেন না ভোট প্রার্থী-মুখ্যমন্ত্রী। পরে এসেছেন। আর বলেছেন, ‘ভোটের পর এই সভাটা করলে দেরি হয়ে যেত। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে এই মিটিং করা হচ্ছে।’ তাঁর কথায়, ‘নতুন কোনও ঘোষণা নয়, যা ছিল গতবার, বলবৎ থাকল এবারও।’ ভোট পর্বে রাজনীতিটা জরুরি! আর তাই মুখ্যমন্ত্রীর এই নিপাট সহজ বক্তব্যকে ‘বিধিভঙ্গে’র তকমা দিয়ে নির্বাচন কমিশনে ছোটাছুটি শুরু করে দিয়েছে বিজেপি। 

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে মহাপার্বণ পালন। এই পর্বে যে যাবতীয় কোভিড প্রোটোকল মানতে হবে, তা ফের স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘কোভিড সচেতনতার সঙ্গেই দর্শনার্থীদের জন্য মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে উদ্যোক্তাদের। রাতের দিকে যেহেতু দশর্নার্থী বেশি হয়, তাই সেই সময় বিধিনিষেধে কতটা ছাড় দেওয়া যায়, সেটা আমরা অবশ্যই ভাবব।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুর্গা প্রতিমার নিরঞ্জন পর্ব চলবে। কোভিড পরিস্থিতি ঠিক থাকলে, ১৮ অক্টোবর দুর্গা কার্নিভাল করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে।’ 

কলকাতা তথা রাজ্যের দুর্গাপুজো ক্রমেই সমাদৃত হচ্ছে বিশ্ব আঙিনায়। সেই নিরিখে মমতা বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল, আইআইটি খড়্গপুর ও কুইন মেরি ইউনিভার্সিটি পুজো নিয়ে একটা সমীক্ষা করেছিল। তারা দেখেছিল, পুজোকে কেন্দ্র করে বাজারে অর্থের জোগান বাড়ে। ৩২ হাজার ৩৩৭ কোটি টাকার ব্যবসা হয়। সামগ্রিক অর্থেই পুজোকে বিশ্বের এক নম্বর উৎসব বলে আমি মনে করি।’ এই প্রসঙ্গেই ইউনেস্কোর কাছে মুখ্যমন্ত্রীর আর্জি—মানবতা ও সংস্কৃতির এই মহান পরবকে ‘বিশ্ব উৎসব’ হিসেবে স্বীকৃতি দেওয়ার।

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

IAS Success Story : প্রথমবার পরীক্ষায় বসেই সফল, অনুপ্রেরণার নাম দিব্যাংশু

 

নয়াদিল্লি: একাগ্রতা আর কঠোর পরিশ্রম। সাফল্য পেতে এর কোনও বিকল্প নেই। সাফল্যের শীর্ষস্তরে পৌঁছতে নেই কোনও শর্টকার্ট। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন যাঁরা, তাঁদের মুখেই নানা সময়ে উঠে এসেছে এই কথা। প্রতিযোগিতা যেখানে চরম, সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে তা আর নতুন কী ! আর সেই প্রতিযোগিতার নাম যদি হয় IAS,তাহলে প্রস্তুতির জন্য পরিশ্রম ঠিক কতটা হতে হবে তা আর বলার অপেক্ষা রাখে কি? IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা, তাঁদের নিজমুখে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। আজ থাকল IAS দিব্যাংশু সিঙ্গলের লড়াই।


বাড়ি রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায়।  মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনাও নিজের রাজ্যেই। বিএসএফ শ্রীগঙ্গানগর স্কুল থেকে। পরে দিল্লি চলে আসেন। ভর্তি হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে হিন্দু কলেজে। স্নাতক ও স্নাতকোত্তর, দুই স্তরেই বিষয় ছিল অঙ্ক। MSC প্রথম বর্ষে পড়াকালীনই দিব্যাংশু শুরু করে দেন প্রস্তুতি। নিতে শুরু করেন কোচিংও। দু'হাজার উনিশে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষায় ত্রয়োদশ স্থান দখল করেন। পরে সিভিল সার্ভিসকে পাখির চোখ করে বসে পড়েন পরীক্ষায়। সবকটা ধাপ এক চান্সে পেরোন। দুহাজার কুড়ি সাল। প্রথমবারেই UPSC-তে গোটাদেশে র্যাঙ্ক ৬০। 


দিব্যাংশুর মতে, প্রস্তুতির জন্য নিজের স্ট্র্যাটেজি নিজে তৈরি করা দরকার। অন্য সফলদের বক্তব্য শুনলেও, টিপস নিলেও স্ট্র্যাটেজিটা যেন নিজের হয়। প্রস্তুতির মাঝে কেউ নানাভাবে পরামর্শ দিল, আর তাতে বয়ে গিয়ে নিজস্ব রণনীতি পালটে ফেললাম- এটা যেন না হয়। দিব্যাংশু বলছেন, প্রিলিমিনারির অন্তত দু'তিন মাস আগে মেন সিলেবাস শেষ করে ফেলা উচিত। প্রিলিমিনারি ও মেনের মাঝে যে সময় পাওয়া যাবে, যতটা পারা যায় অভ্যাস করতে হবে উত্তরপত্র লেখার। অনুশীলনকে করে ফেলতে হবে অভ্যাস। 



প্র্যাকটিস আর মক টেস্ট। সাফল্য পেতে এই দুইয়ের ওপর অনেক বেশি নজর দিতে বলছেন দিব্যাংশু।  একইসঙ্গে তাঁর পরামর্শ ইংরেজি, হিন্দি বা অন্য যে কোনও আঞ্চলিক ভাষা, যে ভাষাতেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হোক না কেন- তাতে যেন  যথেষ্ট দখল থাকে। 



ইন্টারভিউ পর্ব শুরু থেকেই শুরু করা উচিত। IAS হওয়ার প্রস্তুতি যে দিন থেকে শুরু করতে হবে, সেই দিন থেকেই শুরু করা উচিত ইন্টারভিউ প্রস্তুতি। যে কোনও বিষয়ে নিজের মত তৈরি করে, তা বলার প্র্যাকটিস করা দরকার। মনে রাখতে হবে, ইন্টারভিউ কিন্তু জ্ঞান যাচাই করার পরীক্ষা নয়। বরং খুঁটিয়ে দেখা হয় প্রার্থীর ব্যক্তিত্বের দিকটা । প্রার্থীর পরিস্থিতি বিচারের ক্ষমতা কতটা। 



দিব্যাংশুর অন্যান্য টিপস 


যত বেশি রিভিজন, তত পরীক্ষার হলে লাভ। 

সাবজেক্টের জন্য একাধিক সোর্স না রেখে একটা সোর্স ব্যবহার করে প্রস্তুতি নেওয়া দরকার, দরকার এক সোর্সেই পড়়াশোনা। 

জোর দিতে হবে সিলেবাসভিত্তিক পড়াশোনা ও পুরনো বছরের প্রশ্নপত্রে।

ঘাবড়ে যাওয়া নয়। যে যাই বলুক, নিজের লক্ষ্য ও নিজস্ব স্ট্র্যাটেজির রাস্তা থেকে নিজেকে সরানো উচিত নয়।

লেগে থাকলে, সাফল্য আসবেই।

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...