মহাত্মা গাঁধীকে একবারই হত্যা করেছিলেন তাঁর ঘাতক নাথুরাম গডসে, আর আজকের গডসেরা গাঁধীর ভারতকে প্রতিদিন খুন করছে! এখানে এক জনসভায় বললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। তিনি বলেছেন, গাঁধীর অনুগামীদের এই প্রিয় দেশকে রক্ষা করার আবেদন জানাচ্ছি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র্ মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ইস্যুতে তীব্র আক্রমণ করেন।
তিনি বলেন, নরেন্দ্র মোদি ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী বলেই চলেছেন যে, সারা ভারতে এনআরসি করবেন। ওঁরা ভুলে যাচ্ছেন, ভারতে একটা সংবিধান আছে।
২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা ভোট। বুধবার দলের সপ্তম প্রার্থীতালিকা প্রকাশ করেন ওয়েইসি। এতে তিন প্রার্থীর নাম আছে। গত ১০ সেপ্টেম্বর প্রথম তালিকা বের করেছিল তারা।
দলের মহারাষ্ট্র শাখার প্রধান ইমতিয়াজ জলিল গত সপ্তাহে দাবি করেন, এবারের নির্বাচন ‘দেশের পরিস্থিতি বদলানোর সুযোগ’ হাজির করেছে জনতার সামনে।
কেন্দ্রের বিজেপি-এনডিএ সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, মুখে গাঁধীরজির কথা বললেও তাদের মনে নাথুরাম গডসে বিরাজ করছে বলে কটাক্ষ করেন ওয়েইসি। হায়দরাবাদের এমপি বলেন, দেশের বর্তমান শাসককূল গডসেকে নিজেদের ‘নায়ক’ বলে মনে করে। আমরা মহাত্মা গাঁধীর ১৫০-তম জন্মবার্ষিকী পালন করছি। আর দেশের বিজেপি সরকারের মনে অধিষ্ঠিত গডসে, মুখে গাঁধীর বুলি। গাঁধীর নামে বিজেপি নিজের দোকান চালাচ্ছে, এই সরকার গাঁধীর নামে গোটা দেশকে ধোঁকা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত মে মাসে ঔরঙ্গাবাদে এআইএমআইএমের লোকসভা প্রার্থী ইমতিয়াজ জলিল মুসলিম, বৌদ্ধ, দলিত ও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হিন্দুদের সমর্থন পেয়েছিলেন বলেই জিতেছিলেন বলে দাবি করেন ওয়েইসি। বলেন, হায়দরাবাদ কেন্দ্রিক তাঁদের দলের কাছে এটা ঐতিহাসিক জয়। কেন্দ্রের বর্তমান শাসকজোটকে আক্রমণ অব্যাহত রেখে এআইএমআইএম প্রধান বলেন, বর্তমান শাসকরা নাথুরাম গডসেকে তাঁদের নায়ক রূপে পুজো করে। গডসে তিনটে বুলেটে গাঁধীকে মেরেছিলেন, কিন্তু এখন প্রতিদিন মানুষ মরছে।
দেশে কৃষক আত্মহত্যার ইস্যু তুলেও ওয়েইসি বলেন, গাঁধীর অহিংসাকে উপলব্ধি করার সময় হয়েছে। গাঁধী কৃষকের কথা ভাবতেন, কিন্তু আজ তারাই আত্মহত্যা করছে। আর সরকার কী করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন