বন্যার জলে বাড়ি ধসে মৃত্যু হল বালকের

বন্যার জলে বাড়ি ধসে মৃত্যু হল 9 বছরের এক বালকের।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি-২ অঞ্চলের লকায়পুর এলাকায়।বাড়িতে জল ঢুকে যাচ্ছে সেই কারণে বাড়ির জিনিস পত্র অন্যত্রে সড়াচ্ছিলেন সেই সময় বাড়ি ভেঙ্গে যায় চাপা পড়ে যায় শুভজিত সরকার নামে এক 9 বছরের ওই বালক।সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

মন্তব্যসমূহ