বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

বহরমপুরে লালদিঘিতে ডাক্তারের চেম্বারে গনপিটুনিতে মৃত্যু খাবিল সেখ নামের এক যুবকের

বুধবার দুপুরে বহরমপুরে চিকিৎসকের চেম্বারে গন প্রহারে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম খাবির সেখ, বহরমপুরের শাহাজাদপুর ফুলিয়া পাড়া এলাকায় বাড়ি।
সৌদি কাজ করতো, বর্তমানে রাজমিস্ত্রীর কাজ করতো।

বুধবার ১১দিকে সুরক্ষা নামক একটি ডাক্তার চেম্বারে বেশ কয়েকজন লোক তাকে হাত পা বাধা বেধে মারধর শুরু করে। গণপ্রহারে ঘটনাস্থলেই মৃত্যু হয় খাবিল সেখের। কি কারনে গণপিটুনি তার তদন্তে নেমেছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...