বুধবার, ২১ আগস্ট, ২০১৯

মেডিক্যাল কলেজে লজ্জাজনক র‍্যাগিং ! মাথা ন্যাড়া ১৫০ ছাত্রের

ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা জগিং করছে ও সিনিয়র পড়ুয়াদের সেলাম করছেন । ভিডিওতে দেখা গিয়েছে এক নিরাপত্তাকর্মীকেও কিন্তু তাঁকে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি

পরনে সাদা ইউনিফর্ম, মাথা কামিয়ে দুপুরের তীব্র রোদে হেঁটে যাচ্ছেন ১৫০ পড়ুয়া, সেলাম ঠুকছেন সিনিয়র ছাত্রদের । সম্প্রতি উত্তরপ্রদেশের সাইফাইয়ে এক মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের এই ভয়াবহ চিত্রই প্রকাশ্যে এসেছে ।

ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ রাজ কুমার জানিয়েছেন র‍্যাগিং রুখতে স্পেশাল স্কোয়াড রাখা হয়েছে ও এই ঘটনায় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও নেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে বেশ কয়েকজন সিনিয়র ছাত্রকে ।

Etawah: Junior students of UP University of Medical Sciences,Saifai seen with shaved heads on campus, allegedly as part of ragging. Vice Chancellor says "If there has been any indiscipline,strict action will be taken. Students can approach at least their warden. I'll keep an eye" pic.twitter.com/DpKrCfRARe

— ANI UP (@ANINewsUP) August 20, 2019

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে সাদা কোট পড়ে মাথা কামিয়ে হেঁটে যাচ্ছেন ওই পড়ুয়ার দল ।

অন্য আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা জগিং করছে ও সিনিয়র পড়ুয়াদের সেলাম করছেন । ভিডিওতে দেখা গিয়েছে এক নিরাপত্তাকর্মীকেও কিন্তু তাঁকে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি ।

উপাচার্য জানিয়েছেন জুনিয়র পড়ুয়াদের ভয় পাওয়ার কোনও কারণ নেই, সঠিক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় । যদিও এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজ্যের শিক্ষা দফতর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...