বুধবার, ২১ আগস্ট, ২০১৯

BREAKING: অবশেষে গ্রেফতার হলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম

 অবশেষে গ্রেফতার হলেন আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ভারতীয় রাজনীতিতে নেতা-মন্ত্রীদের গ্রেফতারি খুব বিরল না হলেও, এক প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারিকে কেন্দ্র করে শেষ কবে এমন নাটক দেখেছিল দেশের মানুষ, মনে করতে পারছেন না অনেকেই।
গত কয়েক দিন ধরে চলা সেই নাটক বুধবার সন্ধেয় যেন চরমে পৌঁছয়। মঙ্গলবার থেকে টানা ২৭ ঘণ্টা নিখোঁজ থাকার পরে আচমকাই কংগ্রেসের দলীয় কার্যালয়ে আত্মপ্রকাশ করেন চিদম্বরম। কয়েক মিনিটের সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তিনি কোনও অপরাধ করেননি। এ-ও দাবি করেন, যে তিনি মোটেও ফেরার ছিলেন না, আইনি পরামর্শ নিচ্ছিলেন তাঁর উকিলদের কাছে।
কংগ্রেসের দলীয় কার্যালয়ে চিদম্বরমের সাংবাদিক বৈঠক করার খবর পেয়ে সিবিআই ও ইডি সেখানে পৌঁছে গেলেও, তার কিছু আগেই ঝড়ের বেগে বেরিয়ে যান চিদম্বরম। ফলে তখন ধরা যায়নি তাঁকে। এর পরেই তাঁকে ধাওয়া করে সিবিআই ও ইডি-র একাধিক টিম পৌঁছে যায় দিল্লির জোড়বাগে চিদম্বরমের বাংলো-তে। সামনের গেটের পাঁচিল টপকে ভিতরে ঢুকতে দেখা যায় সিবিআই আধিকারিকদের। পিছনের গেটও ঘিরে ফেলে সিবিআইয়ের আর একটি দল। এর মধ্যেই ভিতরে ঢোকে ইডি-র একটি দলও। এ সবের মধ্যে বাড়ির বাইরে ঘিরে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
একটি চারচাকা গাড়িও ভিতরে ঢুকতে দেখা যায়। সূত্রের খবর, চিদম্বরমকে গ্রেফতার করে ওই গাড়িতেই তোলা হবে। অন্য দিকে, সিবিআইয়ের ডিরেক্টর এবং অন্য সিনিয়র আধিকারিকেরা ইতিমধ্যেই সিবিআই হেডকোয়ার্টারে পৌঁছে গিয়েছেন বলে খবর।
সত্য বা মিথ্যা যা-ই হোক না কেন, চিদম্বরমের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি-মামলার ঘটনা পরম্পরা যে দিকে এগোচ্ছে তা যে ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যকেও হার মানাচ্ছে, সে কথা মেনে নিচ্ছেন প্রায় সকলেই। গত দু’দিন ধরেই এই ঘটনা নিয়ে নজিরবিহীন নাটকের সাক্ষী রয়েছে রাজধানী। আজ যেন তা তুঙ্গে পৌঁছল।

কোনও ছোটখাটো নেতা-মন্ত্রী  নন, কেন্দ্রের অর্থমন্ত্রীর পদে আসীন ছিলেন পি চিদম্বরম! তাঁর বিরুদ্ধেই রুজু হয়েছে আইএনএক্স-মিডিয়া দুর্নীতি মামলা। অভিযোগ, কয়েক কোটি টাকার তছরুপ ঘটিয়েছেন তিনি। সেই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। সিবিআই এবং ইডি খোঁজ চালাচ্ছে তাঁর। অথচ সেই খোঁজ চালাতে গিয়ে যেন চোর-পুলিশ নাটকের একের পর এক দৃশ্য বদলে যাচ্ছে গোটা দেশের সামনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...