মুম্বইয়ের হোটেলে দু'টি সেদ্ধ ডিমের জন্য বিল ধরানো হল ₹১৭০০!

হাইলাইটস

  • কয়েকদিন আগেই অভিনেতা রাহুল বোসের হোটেল বিলের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
  • জিম থেকে ওয়ার্ক আউটের শেষে হরিয়ানার একটি বিলাসবহুল হোটেলে দুটি কলা অর্ডার করেছিলেন।
  • এবার মুম্বইয়ের এক হোটেলে দুটি সেদ্ধ ডিমের জন্য বিল দেওয়া হল ১৭০০ টাকা।

কয়েকদিন আগেই অভিনেতা রাহুল বোসের হোটেল বিলের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

জিম থেকে ওয়ার্ক আউটের শেষে হরিয়ানার একটি বিলাসবহুল হোটেলে দুটি কলা অর্ডার করেছিলেন। সেটি নিয়ে ঘরের ঢুকে বিল দেখার পর তাঁর তো লাফিয়ে খাট থেকে পড়ে যাওয়ার উপক্রম। দুটি কলার দাম ৪৪০ টাকা ৫০ পয়সা চার্জ করেছিল এক পাঁচ তারা হোটেল।

এবার মুম্বইয়ের এক হোটেলে দুটি সেদ্ধ ডিমের জন্য বিল দেওয়া হল ১৭০০ টাকা। কার্তিক ধর নামে এক ব্যক্তি ট্যুইটারে সেই বিল শেয়ার করেছেন। আর তাতেই তা ফের নজর কেড়েছে নেটিজেনের। সবারই প্রশ্ন, ডিম দুটি কি সোনা দিয়ে বাঁধানো?

অনেকেই আবার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

মন্তব্যসমূহ