বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

গুরুতর অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি আইসিইউ-তে

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আইসিইউ-তে এই প্রবীণ অভিনেতার চিকিত্‍সা চলছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরসঙ্গে বার্ধক্যজনিত সমস্যার কারণেও আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ৪ জন চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম-পটাসিয়ামের পরিমাণও সঠিক নেই বলে হাসপাতাল সূত্রের খবর। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। ৮৪ বছরের এই অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন টলিউড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...