শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আইসিইউ-তে এই প্রবীণ অভিনেতার চিকিত্সা চলছে বলে জানিয়েছেন ডাক্তাররা।
বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরসঙ্গে বার্ধক্যজনিত সমস্যার কারণেও আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ৪ জন চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম-পটাসিয়ামের পরিমাণও সঠিক নেই বলে হাসপাতাল সূত্রের খবর। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। ৮৪ বছরের এই অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন টলিউড।
বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরসঙ্গে বার্ধক্যজনিত সমস্যার কারণেও আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ৪ জন চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণ করছেন বলে জানা গিয়েছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে সোডিয়াম-পটাসিয়ামের পরিমাণও সঠিক নেই বলে হাসপাতাল সূত্রের খবর। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। ৮৪ বছরের এই অভিনেতার অসুস্থতায় উদ্বিগ্ন টলিউড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন