বহরমপুরের কর্ম তীর্থের উদ্বোধন নিয়ে প্রশ্ন চিহ্ন

বহরমপুর স্টেডিয়ামে কাছে তৈরী হচ্ছে মুখ্যমন্ত্রীর সপ্নের কর্ম তীর্থ. সেপ্টেম্বরে এই কর্ম তীর্থটি উদ্বোধন হওয়ার কথা মুখ্যমন্ত্রীর হাত ধরে। প্রকাল্পের ধার্য মুল্য 7 কোটি টাকা। 2018 সালের মার্চ মাসে কাজের বরাত পেয়ে কাজ শুরু হয়। কথা ছিল এক বছরের কাজ শেষ করা।শহরের স্বর্নময়ী ও চুঁয়াপুরে যে সমস্থ দোকান ভাঙা পরেছিল তাদেরই এখানে পুর্নবাসন দেওয়ার কথা। 220 টি ঘর থাকছে এই কর্মতীর্থ এ. উদ্বোধনের এক মাসেও কম কম সময়ে রয়েছে হাতে। কিন্তু কাজ সম্পূর্ন হয় নি। কবে হবে সেটাও নিশ্চিত নয়। সুত্রের খবর কাজের টাকা না পাওয়ায় কাজের গতি কমিয়ে দিয়েছে কংট্রাক্টর. যেখানে শহরে পুর্নবাসন নিয়ে প্রতিদিন সমস্যায় পরতে হচ্ছে প্রশাসনকে এই কর্ম তীর্থের উদ্বোধন হলে বহু বেকার যুবক কর্ম পেতো। পুর্নবাসনের সমস্যাও অনেকটাই দুর করা যেতো. বহরমপুরের কর্ম তীর্থের উদ্বোধন নিয়ে প্রশ্ন চিহ্ন.

মন্তব্যসমূহ