রবিবার, ৪ আগস্ট, ২০১৯

দিদিকে বলো কর্মসূচির জোর প্রচার ডোমকল মহকুমায়

কর্মী ও সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াতে দিদিকে বলো কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে। রবিবার ডোমকল মহকুমা জুড়ে এই কর্মসুচীর প্রচার চলল জোর কদমে। রানীনগর ১,রানীনগর ২,জলঙ্গী ব্লক তৃনমুল কংগ্রেসের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচি সংগঠিত হয়।
এদিন রানীনগর ২ ব্লক তৃনমুল কংগ্রেসের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচিতে সামিল ছিলেন মহকুমা তৃনমুল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মাহবুব মুর্শিদ,দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বেনহুর ইসলাম, মিজান হাসান সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।এদিন দলীয় কর্মীদের সাথে বৈঠক করার পর রানীনগর বাজারে দিদিকে বলো ফোন নম্বর সম্বলিত ভিজিটিং কার্ড, স্টিকার তুলে দেওয়া হয় পথ চলতি মানুষের সাথে।

জলঙ্গী (দঃ) ব্লক সভাপতি তহিরুদ্দিন মন্ডলের উদ্যোগে দলীয় কর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় সাগরপাড়ায়।ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা। রানীনগর ১ ব্লকেও দিদিকে বলো কর্মসূচিতে জনসংযোগে সামিল ছিলেন দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...