মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

চেন্নাইয়ে রাতের সমুদ্রে আচমকা নীল ঢেউ!

 চেন্নাইয়ের পালাভক্কমে সমুদ্রতটে রাতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকরা। সমুদ্রের ঢেউয়ে হঠাত্ই জ্বলে উঠল উজ্জ্বল নীলচে আলো। সেই নীলচে আলোর ঢেউয়ের ছবি ও ভিডিয়ো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

চারদিক অন্ধকার। তার মধ্যে সমুদ্রে নীল রঙের ঢেউ। সমুদ্রের এমন রূপ আগে দেখেননি পর্যটকরা। অনেকেই ক্যামেরাবন্দি করেন এমন দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ওই ভিডিয়ো।

কেন নীলচে আভা দেখা গেল রাতের সমুদ্রে? বিজ্ঞানীদের মতে, সমুদ্রের ঢেউয়ের নীলচে আভাটির পেছনে কাজ করছে বায়োইল্যুমিনেনস। সমুদ্রের জলে রয়েছে নকটিলুকা সিনটিলানস্ নামের এক ধরনের ফাইটোপ্ল্যাংকটন। অনেকটা জোনাকির মতো আলোক শক্তি তৈরি করতে পারে এই ধরনের প্ল্যাংকটন। বিভিন্ন ব্যাকটেরিয়া, জেলিফিশ, মাছেও এমন ফাইটোপ্ল্যাংটন পাওয়া যায়। অনেক পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন এক জায়গায় জড়ো হলে সমুদ্রের ঢেউয়ে নীলচে আভা দেখা যায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...