ফের বেপরোয়া গতির বদি৷ এবার শেক্সপীয়র সরণীতে দুই বাংলাদেশি নাগরিককে গাড়ির চাকায় পিষে মারল শাহর কলকাতার নামী রেস্তরাঁ আর্সেনাল কর্তার ছেলে৷ অভিযুক্ত আর্সেনাল পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, বিদেশ থেকে ডিগ্রি কোর্স পাস করে বেগবাগানে ফেরেন বছর ২২-এক ওই যুবক৷ লন্ডন থেকে বাড়ি ফিরে বিলাসবহুল গাড়ি কেনেন ওই যুবক৷ শুক্রবার রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে এসে দুই বাংলাদেশিকে পিষে মারে ওই যুবক৷ পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়৷ দুর্ঘটনায় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘিরে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বাংলাদেশে হাইকমিশন৷
ঘটনার সূত্রপাত কতকাল রাতে৷ বৃষ্টি মাথায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে শেক্সপীয়র সরণী ও লাউডন স্ট্রিটের মোড়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে আর্সেনাল-পুত্র৷ দুর্ঘটনার আগের মুহূর্তে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম ও ফারহানা ইসলাম তানিয়া নামের দম্পতি৷ অভিযোগ, আর্সেনাল-পুত্র তাঁদের পিষে দিয়ে অন্য একটির গাড়িতে গিয়ে ধাক্কা মারে৷ লন্ডভন্ড হয়ে যায় দু’টি গাড়ি৷ উপড়ে যায় ট্রাফিক পুলিশের যান নিয়ন্ত্রণের কিয়স্ক৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাংলাদেশি নাগরিকের৷
জানা গিয়েছে, চিকিৎসার জন্য গত দিন ১৫ তাঁরা কলকাতায় এসেছিলেন৷ এদিন ডাক্তার দেখিয়ে ফিরছিলেন তাঁরা৷ বৃষ্টি হওয়ায় ট্রাফিক পুলিশের কিয়স্কে আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷ কিন্তু, আর্সেনাল-পুত্রের বেপরোয়া গাড়ি তাঁদের পিষে দিয়ে চম্পট দেয়৷ পরে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়৷ গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বাংলাদেশে হাইকমিশন৷ ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
ঘটনার সূত্রপাত কতকাল রাতে৷ বৃষ্টি মাথায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে শেক্সপীয়র সরণী ও লাউডন স্ট্রিটের মোড়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে আর্সেনাল-পুত্র৷ দুর্ঘটনার আগের মুহূর্তে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম ও ফারহানা ইসলাম তানিয়া নামের দম্পতি৷ অভিযোগ, আর্সেনাল-পুত্র তাঁদের পিষে দিয়ে অন্য একটির গাড়িতে গিয়ে ধাক্কা মারে৷ লন্ডভন্ড হয়ে যায় দু’টি গাড়ি৷ উপড়ে যায় ট্রাফিক পুলিশের যান নিয়ন্ত্রণের কিয়স্ক৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাংলাদেশি নাগরিকের৷
জানা গিয়েছে, চিকিৎসার জন্য গত দিন ১৫ তাঁরা কলকাতায় এসেছিলেন৷ এদিন ডাক্তার দেখিয়ে ফিরছিলেন তাঁরা৷ বৃষ্টি হওয়ায় ট্রাফিক পুলিশের কিয়স্কে আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷ কিন্তু, আর্সেনাল-পুত্রের বেপরোয়া গাড়ি তাঁদের পিষে দিয়ে চম্পট দেয়৷ পরে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়৷ গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বাংলাদেশে হাইকমিশন৷ ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে কড়া ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন