হাইলাইটস
- ভারতের মার্কেটে সর্বপ্রথম ইথানল বেসড মোটরসাইকেল নিয়ে এল TVS। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে TVS Apache RTR 200 Fi E100।
- ইথানলের সাহায্যেই চলবে এই বাইক। এই মুহূর্তে গাড়িটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা।
- সংস্থার তরফে জানানো হয়েছে যে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কর্নাটকে বিপুল ছাড়েও বিক্রি করা হবে এই বাইক।
ভারতের মার্কেটে সর্বপ্রথম ইথানল বেসড মোটরসাইকেল নিয়ে এল TVS। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে TVS Apache RTR 200 Fi E100। ইথানলের সাহায্যেই চলবে এই বাইক।
এই ইথানলের সাহায্যে বাইক চললে আদতে পরিবেশ দূষণ এক্কেবারেই হবে না। এই মুহূর্তে গাড়িটির দাম ১ লক্ষ ২০ হাজার টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে যে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং কর্নাটকে বিপুল ছাড়েও বিক্রি করা হবে এই বাইক।
প্রতি ঘণ্টায় ১২৯ কিমি বেগে চলবে এই বাইক। বাইকে রয়েছে ২১পিএস এবং ১৮.১এনএম। এই বাইক লঞ্চিং অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন