বুধবার, ২৪ জুলাই, ২০১৯

ডোমকল পৌরসভার আগামীকাল আস্তা ভোট,1 কিলোমিটার পর্যন্ত জারি 144ধরা


আগামীকাল(25/7/19) ডোমকল পৌরসভা অফিসের 1 কিলোমিটার মধ্যে #144_ধারা থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
এই ধারার কেও অমান্য করলে আইনগত বেবস্থ্যা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।
চেয়ারম্যান এর বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছিল তার ভোট কালকে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...