বুধবার, ৩ জুলাই, ২০১৯

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রায়ডুর

নয়াদিল্লি: বিশ্বকাপগামী দলে সুযোগ না পাওয়ার ধাক্কাটা সামলাতে পারলেন না। বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন আম্বাতি রায়ডু। কোহলিব্রিগেড সেমিফাইনাল নিশ্চিত করার পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট সার্কিট থেকে অবসর ঘোষণা করলেন এই ডান-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই, তবে আইপিএলে এখনও খেলা চালিয়ে যাবেন বছর তেত্রিশের রায়ডু।

বিশ্বকাপের মঞ্চে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রাথমিকভাবে রায়ডুকেই ভেবেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজে হঠাতই তাল কাটে রায়ডুর পারফরম্যান্সে। ব্লু জার্সিতে গত দু’বছর ধরে ধারবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়ে আসা রায়ডু চরম ব্যর্থ হন অজিদের বিরুদ্ধে প্রথম ৩টি ওয়ান ডে-তে। এরপর সিরিজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচে দল থেকে বাদ পড়েন রায়ডু। অস্ট্রেলিয়া সিরিজে পারফরম্যান্সের প্রভাব প্রতিফলিত হয় বিশ্বকাপের দল নির্বাচনে।

রায়ডুর পরিবর্তে থ্রি-ডায়মেনশন ক্রিকেটার হিসেবে বিশ্বকাপগামী ১৫ জনের স্কোয়াডে সুযোগ মেলে অল-রাউন্ডার বিজয় শংকরের। কটাক্ষের সুরে নির্বাচক কমিটির প্রতি ক্ষোভ উগড়ে দেন রায়ডু। জানান, বিশ্বকাপ দেখার জন্য থ্রি-ডি গ্লাস অর্ডার করেছেন তিনি। এরপর বিশ্বকাপের মাঝপথে শিখর ধাওয়ান আঙুলে চোট পেয়ে ছিটকে যাওয়ায় দলে অন্তর্ভুক্তি ঘটে ঋষভ পন্তের। দিনদুয়েক আগে বিজয় শংকর পায়ের পাতায় চোটের কারণে ছিটকে যাওয়ার পর মনে করা হয়েছিল এবার হয়তো ডাক আসবে স্ট্যান্ডবাই রায়ডুর। কিন্তু চমকপ্রদ ভাবে শংকরের পরিবর্ত হিসেবে মায়াঙ্ক আগরওয়ালের নাম ঘোষণা করা হয় বোর্ডের তরফ থেকে।

সুযোগ থাকা সত্ত্বেও বিশ্বকাপের মঞ্চে নির্বাচক কমিটি তাঁর কথা বিবেচনা না করায় ক্ষুব্ধ রায়ডু কিছুটা অভিমানেই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন বলে মনে করা হচ্ছে। যদিও ডান হাতি ব্যাটসম্যানের পক্ষ থেকে অবসর ঘোষণার কোনও কারণ জানানো হয়নি। কিন্তু বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে এমন ‘আলবিদা’ জানানোর কারণ বুঝতে খুব বড় ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে খেলা চালিয়ে যাবেন তিনি। দেশের জার্সি গায়ে ৫৫টি ওয়ান ডে ম্যাচে ৩টি শতরান সহ রায়ডুর সংগ্রহ ১৬৯৪ রান। গড় ৪৭.০৫।
শংকর চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেও বিশ্বকাপের দলে রায়ডুর জায়গা না হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে ট্রোল করে আইসল্যান্ড ক্রিকেট। ভারত ছেড়ে রায়ডুকে আইসল্যান্ডের স্থায়ী বাসিন্দা হয়ে ক্রিকেট খেলার আমন্ত্রণ জানায় সেদেশের ক্রিকেট বোর্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...