রবিবার, ৭ জুলাই, ২০১৯

গুরুতর অসুস্থ অনুব্রত, ভর্তি হলেন এসএসকেএমে

কলকাতা: বছরটা ভাল কাটছে না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের৷ মাকে হারিয়েছেন লোকসভা  ভোটের মধ্যেই৷ স্ত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ৷ লোভকসভায় খুব ভাল ফল হয়নি৷ উল্টে, জেলায় তৃণমূলে ভাঙন দেখা গিয়েছে৷ একদিকে দলের ভাঙন, পারিবারিক দোটানার পর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল৷

তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে বলে খবর। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৫ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি৷ এসএসকেএম সূত্রে খবর, অনুব্রতর শরীরে সংক্রমণ ছড়িয়েছে৷ সার্জেন ডা. দীপ্তেন্দ্রকুমার সরকারের অধীনে গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর চিকিৎসা করছেন৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাঁর চিকিৎসা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...