শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

হুবহু কপিল দেব! ফার্স্ট লুক-এ কামাল করে দিলেন রণবীর সিং

কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন। রণবীর সিংকে কি আদৌ কপিল দেবের ভূমিকায় ঠিকঠাক মানাবে? রণবীর সিং পরিশ্রমী। তাঁর অভিনয় দক্ষতা নিয়েও কেউ প্রশ্ন তোলেননি। কিন্তু প্রশ্ন উঠেছিল কপিল দেবের মতো তাঁকে দেখতে লাগবে কি না তা নিয়ে! ১৯৮৩ বিশ্বকাপ জয়ী কপিল দেবের বায়োপিক আসছে। আর তাতে নাম ভূমিকায় অভিনয় করবেন রণবীর। কপিল দেবের মতো হাঁটাচলা, চাল-চলন, কথাবার্তা- সবই নকল করে ফেলেছেন 'গালি বয়'। ফার্স্ট লুক-এ রণবীরকে কেমন দেখতে লাগে, সেটাই ছিল দেখার। সেই অপেক্ষা শেষ। কপিল দেব হয়ে ধরা দিলেন রণবীর। আর ফার্স্ট লুক-এ একশোয় একশো পেলেন পর্দার 'আলাউদ্দিন খিলজি'। হুবহু যেন কপিল দেবকে দেখা যাচ্ছে পোস্টার-এ।

কেউ কেউ ভ্রু কুঁচকেছিলেন। রণবীর সিংকে কি আদৌ কপিল দেবের ভূমিকায় ঠিকঠাক মানাবে? রণবীর সিং পরিশ্রমী। তাঁর অভিনয় দক্ষতা নিয়েও কেউ প্রশ্ন তোলেননি। কিন্তু প্রশ্ন উঠেছিল কপিল দেবের মতো তাঁকে দেখতে লাগবে কি না তা নিয়ে! ১৯৮৩ বিশ্বকাপ জয়ী কপিল দেবের বায়োপিক আসছে। আর তাতে নাম ভূমিকায় অভিনয় করবেন রণবীর। কপিল দেবের মতো হাঁটাচলা, চাল-চলন, কথাবার্তা- সবই নকল করে ফেলেছেন 'গালি বয়'। ফার্স্ট লুক-এ রণবীরকে কেমন দেখতে লাগে, সেটাই ছিল দেখার। সেই অপেক্ষা শেষ। কপিল দেব হয়ে ধরা দিলেন রণবীর। আর ফার্স্ট লুক-এ একশোয় একশো পেলেন পর্দার 'আলাউদ্দিন খিলজি'। হুবহু যেন কপিল দেবকে দেখা যাচ্ছে পোস্টার-এ।

কেরিয়ারে এই প্রথমবার কোনও জীবন্ত কিংবদন্তির বায়োপিকে অভিনয় করবেন রণবীর। বড় চ্যালেঞ্জ, বলেছিলেন রণবীর। তার জন্য হোমওয়ার্ক শুরু করে দিয়েছিলেন রণবীর। কপিল দেবের সঙ্গে ওঠা-বসা শুরু করেছেন বহুদিন আগে থেকে। যাতে বিশ্বজয়ী অধিনায়কের চরিত্র ভালভাবে ফুটিয়ে তুলতে পারেন। জানা যাচ্ছে, ২০২০ এপ্রিল নাগাদ রিলিজ করবে '83. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...