মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

উচ্চমাধ্যমিকের পরীক্ষার খাতা এ বার দেখতে পাবেন পরীক্ষার্থীরা

ইত্যাদি নিউজ:উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর এ বার উত্তরপত্র দেখার আবেদন করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরে ‘সন্তুষ্ট’ না হলে, আগে ‘রিভিউ’-এর আবেদন করা যেত। এ বার পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়েরই উত্তরপত্র দেখার সুযোগ পাবেন।

এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার নোটিস জারি করে ‘প্রসিডিওর ফর সেল্ফ ইনস্পেকশন’-এর সবিস্তার তথ্য জানিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। তাতে জানানো হয়েছে, যাঁরা ২০১৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁরা আগামী ৫ জুলাইয়ের পর অনলাইনে পরীক্ষার খাতা দেখার আবেদন করতে পারবেন। এমনকি প্রয়োজনে নির্দিষ্ট বিষয়ের খাতার ফোটোকপি পাওয়ার জন্যও আবেদন করা যাবে বলে সংসদ জানিয়েছে।

নতুন এই নিয়মের ফলে কোনও পরীক্ষার্থীর যদি মনে হয় নির্দিষ্ট বিষয়ে তিনি যে নম্বর পেয়েছেন, তা আশানুরূপ নয়, তাহলে আবেদনের ভিত্তিতে ওই পরীক্ষার্থী খাতা দেখতে পাবেন। পরীক্ষার ফলে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ বলে মনে করছে শিক্ষা মহল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...