রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

রঞ্জিত মল্লিকের মৃত্যু নিয়ে গুজব

ইত্যাদি নিউজ:
কলকাতার শক্তিমান অভিনেতা রঞ্জিত মল্লিক মারা গেছেন কিছুদিন আগে এমন গুজব ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সম্প্রতি একই গুজব আবারো ছড়িয়েছে। গেল দু' দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘রঞ্জিত মল্লিক আর নেই’ কিংবা ‘পরলোকে রঞ্জিত মল্লিক’ শিরোনামে ভেসে বেড়াচ্ছে নানা সংবাদ। কেউ কেউ সংবাদটি সত্য কিনা তা জানতে চেয়েও ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এদিকে গতকাল সকালে রঞ্জিত মল্লিকের নিজস্ব আইডি হিসেবে দাবি করা ফেসবুকের একটি পেইজে লেখা হয়েছে- ‘আমি সুস্থ আছি। আমাকে নিয়ে মৃত্যুসংক্রান্ত খবরটি গুজব’। ১৯৪৪ সালের ১ নভেম্বর জন্ম নেয়া রঞ্জিত মল্লিকের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় ১৯৭১ সালে মৃণাল সেনের নির্দেশনায় ‘ইন্টারভিউ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে। চলচ্চিত্রে প্রথম দিকে রোমান্টিক নায়ক হিসেবে কাজ করলেও পরে ১৯৮০ সালে অঞ্জন চৌধুরীর ‘শত্রু’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অ্যাকশন হিরো হিসেবে তার যাত্রা শুরু হয়। ০৪ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
https://www.facebook.com/ItyadiNewsMsd/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...