শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

বাংলায় ঢুকতে গেলে রাজ্যের আগাম অনুমতি নিতে হবে CBI-কে

সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে নিল রাজ্য সরকার

ইত্যাদি নিউজ,17 Nov:

অন্ধ্রপ্রদেশের পর এবার পশ্চিমবঙ্গ। সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্ন সূত্রে এ খবর জানা গিয়েছে। 

'জেনারেল কনসেন্ট' প্রত্যাহারের ফলে এবার থেকে আদালতের নির্দেশ ছাড়া রাজ্যে একক সিদ্ধান্তে কোনও মামলার তদন্ত, তল্লাশি, গ্রেফতার, জিজ্ঞাসাবাদ বা অন্য যে কোনও সরকারি কাজ করতে পারবে না সিবিআই। এ ক্ষেত্রে বাংলায় ঢুকতে গেলে নবান্নের আগাম অনুমতি নিতে হবে তাদের।

১৯৮৯ সালে বামফ্রন্ট আমলে সিবিআই-কে 'জেনারেল কনসেন্ট' দিয়েছিল পশ্চিমবঙ্গ।
দিনের সেরা খবর এবার হোয়াটসঅ্যাপে সাবসক্রাইব
গত ৮ নভেম্বর এক 'গোপন' নির্দেশিকায় সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে খবরটি 'ফাঁস' হয়। শুক্রবার দলের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রবাবুর এই সিদ্ধান্তকে সমর্থন করেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'চন্দ্রবাবু ঠিক করেছেন।' অন্ধ্রের মতো পশ্চিমবঙ্গেও সিবিআই-য়ের কার্যকলাপ নিয়ন্ত্রণের বিষয়ে তিনি চিন্তাভাবনা করছেন বলে মুখ্যমন্ত্রী জানান। মমতার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে সিবিআই-কে দেওয়া 'জেনারেল কনসেন্ট' প্রত্যাহার করে নেওয়া হল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...