জলঙ্গিতে প্রকাশিত হলো নতুন সাহিত্য পত্রিকা "কথাআঁকা"
ইত্যাদি নিউজ:
*নিজস্ব প্রতিবেদক, জলঙ্গি-মুর্শিদাবাদ:*
২৬-১১-২০১৮ দিনটি কথাআঁকা তথা জলঙ্গির সমস্ত বুদ্ধিজীবী বাসিন্দাদের কাছে বিশেষ স্মরণীয় করে আড়ম্বরের সহিত ঘরোয়া পরিবেশে উদ্বোধন হলো "কথাআঁকা সাহিত্য ম্যাগাজিনের প্রথম সংখ্যা"।
মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা জলঙ্গি,অনেক সুনামের পাশাপাশি মারামারি,ঝামেলা,রাজনৈতিক চর্চা প্রভৃতি কুনামেরও অধিকারী।মুঠোফোনের যুগে বিশেষ করে ইয়ং জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য প্রেম মাইক্রোস্কোপের নীচে রেখে খুঁজলেও দুষ্প্রাপ্য।।সেখানে সাহিত্য প্রেমের নজীর গড়লো জলঙ্গির ধনিরামপুর(সাগরপাড়া) এলাকার তরুণ প্রজন্মের কিছু সাহিত্য প্রেমী।তরুণ সমাজে বিশেষ করে সীমান্তের এলাকায় সাহিত্য যে এখনো জীবিত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সাহিত্য জগতের তরুণ ও নতুন মুখ "কথাআঁকা"।
কথাআঁকা-একটি সাহিত্য পত্রিকা।সম্পাদক পারভেজ আহমেদ ও তার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘ কয়েকমাস অনলাইন সাহিত্য চর্চার পর সম্পূর্ণ নিজ ইচ্ছা ও শক্তিবলে কথাআঁকা'কে অফলাইন অর্থাৎ ছাপা বইয়ের রূপ প্রদান করে।
২৬-১১'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক শাহের আলম সেলিম(কবি-সাহিত্যিক), কৃষ্ণা মন্ডল(শিল্পী-সাহিত্যিক),সঞ্জীব কুমার সরকার(কবি-সাহিত্যিক),আসাদুল্লা আল গালিব(সাহিত্যপ্রেমী,সম্পাদক-ফল্গু সাহিত্য পত্রিকা) ছাড়াও বিশিষ্ট গুণী জনেরা।
তরুণ দের এই সাহিত্য প্রয়াসকে "ইত্যাদি নিউজ"এর পক্ষ থেকে সাধুবাদ জানাই।আন্তরিক প্রীতি-শুভেচ্ছা-অভিনন্দন।
সম্পাদক পারভেজ আহমেদ ঘোষণা করেন তাদের পত্রিকার পরবর্তী সংখ্যা প্রকাশ হবে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০১৯ "ভাষা দিবসে।"সকলের সাহায্য ও সহযোগীতা কামনা করেছেন তিনি।
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন