বাংলাদেশ থেকে আসা কোয়াক ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু এক গৃহবধূর, গ্রেফতার চিকিৎসক
বাংলাদেশ থেকে আসা কোয়াক ডাক্তারের ভুল চিকিৎসায় মৃত্যু এক গৃহবধূর, গ্রেফতার চিকিৎসক
ইত্যাদি নিউজ,15 Nov:
বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে সরকারী অনুমতি (?) নিয়ে না কি গর্ভপাতের চিকিৎসা করছিলেন এক ভুয়ো ডাক্তার।
গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে এক কোয়াক ডাক্তারকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়াতে।
গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে এক কোয়াক ডাক্তারকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়াতে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পাঁচ মাসের গর্ভবতী অপর্ণা মজুমদার ৩৫ গর্ভপাত করানোর জন্য মাজদিয়া রেল স্টেশনের পাশে কোয়াক ডাক্তার সুশান্ত পোদ্দারের চেম্বারে যান গত সোমবার। সুশান্ত সব শুনে কম টাকায় গর্ভপাত করিয়ে দেবে বলে অপর্ণাকে আশ্বস্ত করে এবং ওষুধ দিয়ে় বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে অপর্ণা ওষুধ খাওয়ার পর প্রচন্ড জ্বর ও ব্যথা শুরু হয় । মঙ্গলবার দুপুরে অপর্ণা স্বামী অনিরুদ্ধ সঙ্গে ওই ডাক্তারের চেম্বারে যায়।
সেখানে ডাক্তার একটি ইঞ্জেকশন করার পর গৃহবধূ অপর্ণা মারা যায় বলে অভিযোগ। এরপর অপর্ণা পরিবার ও গ্রামবাসীরা কৃষ্ণগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ডাক্তার এবং মৃতদেহ কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায়। ভুল চিকিৎসায় মেরে ফেলার অভিযোগে ডাক্তার সুশান্ত পোদ্দারকে পুলিশ গ্রেফতার করে ।আজ থেকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন