BIG BREAKING: কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম
ইত্যাদি নিউজ :
সমস্ত জল্পনার অবসান ৷ পদত্যাগপত্র দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ কলকাতার নতুন মেয়র হলেন পুর এবং নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ ৷
আজই মেয়র পদে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ নিরাপত্তারক্ষীর হাত দিয়ে ইস্তফাপত্র পাঠান তিনি ৷ সেই ইস্তফা গ্রহণ করেন পুরসভার চেয়ারপার্সন মালা রায় ৷ কিন্তু পদত্যাগ করতে পুরসভায় যাননি শোভন ৷ কিন্তু কেন ? সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি ৷
প্রসঙ্গত, মন্ত্রীত্ব পদে ইস্তফা দেওয়ার পর দমকল ও আবাসনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল ববিকে ৷ সেক্ষেত্রে ‘হবু’ মেয়রের তালিকায় একাধিক নাম উঠে এলেও ফিরহাদের সম্ভাবনাই বেশি ছিল ৷
প্রসঙ্গত, মেয়র হিসেবে এক সংখ্যালঘু ব্যক্তিকে বাছাই করে কার্যত নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন