শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮

চাকরি চাই? চলে আসুন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের জব মেলায়

  •  চাকরি চাই? চলে আসুন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের জব মেলায়

ইত্যাদি নিউজ: 

রাজ্যে চাকরির হাহাকার। পাঁচ বছর পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হলেও তার নিয়োগ এখনও প্রক্রিয়াধীন। একাদশ-দ্বাদশ শ্রেনী নিয়োগ হয়ে গেলেও নাইন-টেন ও আপার প্রাইমারি নিয়োগ এখনও অবধি আন্ডার প্রসেসিং বলেই জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর। চাকরির হতাশায় চিন্তিত রাজ্যের চাকরিপ্রার্থীরা। তাই সেই চিন্তা থেকে মুক্তি দিতে রাজ্য কারিগরি দফতরের অধীনস্ত পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট-এর উদ্যোগে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে জব ফেয়ার বা কাজের মেলা। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যর অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। রাজ্য সরকারের উদ্যোগে এই  প্রথমবার এধরনের কোনো সুযোগ আনা হচ্ছে বলেই খবর। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই মেলা বসছে।

সূত্রের খবর, আয়রন অ্যান্ড স্টিল, জামাকাপড়, জুয়েলারি সহ অন্যান্য কোম্পানির মোট ষাটটি স্টল এই কাজের মেলায় অংশ নেবে। শুধু তাই নয় এরসঙ্গে থাকবে টিসিএস, কগনিজ্যান্ট-এর মতো নামি-দামি তথ্য প্রযুক্তি সংস্থাও। একইসঙ্গে থাকবে ছোটো-খাটো বিভিন্ন কোম্পানি। ইন্ডোর স্টেডিয়ামে ওই দিন বিভিন্ন কোম্পানি কর্মপ্রার্থীদের ইন্টারভিউ নেবে। এবং সেখানেই নির্বাচিত চাকরিপ্রার্থীদের নাম ঘোষনা করা হবে।
রাজ্য বেকারত্বের সংখ্যা 40 শতাংশ হ্রাস পেয়েছে বলে নবান্ন সূত্রে বলা হলেও আগামী দিনে রাজ্যে যাতে আরও বেকারত্বের সংখ্যা কমতে পারে তার জন্যই উদ্যোগ গ্রহন করেছে রাজ্য কারিগরি দফতর। রাজ্য সরকারের এই উদ্যোগে যথেষ্ট খুশি রাজ্যের হাজার-হাজার চাকরিপ্রার্থীরা।
https://www.facebook.com/ItyadiNewsMsd/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...